সামগ্রিক ভারসাম্য কি ?

সামগ্রিক ভারসাম্য

সামগ্রিক ভারসাম্য: অর্থনৈতিক যে বিশ্লেষণে বিবেচনার দিক থেকে সকল বাজারের আন্তঃসম্পর্ককে বিবেচিত করা হয় সেই বিশ্লেষণকে সামগ্রিক ভারসাম্য বলে। সকল দ্রব্য বাজার এবং সকল উপকরণ বাজারের ভারসাম্যের সমন্বিত রূপকে বলা হয় সাধারণ বা সার্বিক বা সামগ্রিক ভারসাম্য।

সামগ্রিক ভারসাম্যের বৈশিষ্ট্যসমূহ :

  1. আন্তঃসম্পর্ক : সাধারণ ভারসাম্য বিশ্লেষণে অর্থনীতির বিভিন্ন খাতের আন্তঃসম্পর্ক বিবেচনা করা হয়।
  2. আওতা : সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের আওতা ব্যাপক।
  3. স্থিতীয় ও গতীয় : সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ গতীয় ।
  4. অবস্থা : সামগ্রিক ভারসাম্য অর্থনীতির সমগ্র অংশের চিত্র তুলে ধরে।
  5. গুরুত্ব : নীতিনির্ধারকদের কাছে সামগ্রিক ভারসাম্যের গুরুত্ব অনেক বেশি।
  6. বাণিজ্য চক্র : বাণিজ্য চক্রের কারণ নির্ধারণে সামগ্রিকভার সাম্য অধিক উপযোগী ।
  7. সম্পদের দক্ষতা : সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণে সম্পদের দক্ষ ব্যবহার পরিলক্ষিত হয়।
  8. স্থান : সাধারণ ভারসাম্যে একটি অর্থনীতির সকল ফার্ম ও পরিবার স্থান পায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url