বিদেশিদের সাথে ইংরেজিতে কথোপকথন

talking to foreigner

বিদেশিদের সাথে ইংরেজিতে কথোপকথন এর মাধ্যমে আমরা খুব সহজেই ইংরেজি শিখতে পারি। স্পোকেন ইংলিশ ভালোভাবে শেখার জন্য এর বিকল্প নেই। দৈনন্দিন ইংরেজি কথোপকথন - এর ফলে অল্প সময়ের ভিতর ইংরেজিতে ভালো ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব। নিচের দেয়া ইন্সট্রাকশন ফলো করে অনেক অনলাইন পার্টিসিপেন্টদের সাথে একসঙ্গে ইংরেজি ও অন্যান্য ভাষায় কথা বলতে পারবেন।

  • Free4talk.com এ যান

Browse to free4talk.com

প্রথমে free4talk.com ওয়েবসাইটে যান। এরপর ওয়েবসাইটের হোমপেজে নিয়ে যাবে। এই ওয়েব সাইটের সকল সার্ভিস গুলো ফ্রিতে দেওয়া হয়। তাই সাবস্ক্রিপশন নিয়ে কোন চিন্তা নেই।

  • আনব্লক করুন third-party cookies

how to block third-party cookies on a website

প্রথমে যখন ওয়েবসাইটে প্রবেশ করা হবে তখন লগইন করার আগে third-party কুকিজ আনব্লক করে নিতে হবে। ওয়েবসাইটের নামের আগে 🔒-এর মত একটি অপশন দেখতে পাবেন। 🔒অপশন এ ক্লিক করে Cookies নামের একটি অপশন দেখতে পাবেন। Cookies অপশনে গিয়ে, third-party cookies আনব্লক করে দিবেন। তারপর সেখান থেকে ব্যাক চলে আসবেন

  • ওয়েবসাইটে Sign-in করুন

sign-in or log in

এবার ওয়েবসাইটে গুগোল একাউন্ট বা জিমেইল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। তাই আগে থেকে জিমেইল বা গুগোল একাউন্ট ব্রাউজারটিতে লগইন করে রাখবেন।

  • যেকোনো একটি গ্রুপে জয়েন হোন

joining in a group on free4talk.com

স্ক্রল করে নিচের দিকে গেলে অনেকগুলো গ্রুপ দেখতে পাবেন। এখানে অনেকগুলো ভাষার গ্রুপ আছে। তার ভেতর আমাদের বাংলা ভাষাটাও আছে। তো আপনি যে গ্রুপে জয়েন হতে চান, সে গ্রুপের "Join and talk now!" নামের অপশনে ক্লিক করে। সবার সাথে যুক্ত হতে পারবেন। এবং খুব সহজে ইংরেজি অথবা অন্য কোন ভাষায় মানুষের সাথে কথা বলার সুযোগ পাবেন

  • সবার সাথে কথা বলুন এবং অন্যদের কথা শুনুন

talking to foreigners

  1. এক নম্বর অপশনটি হলো মাইক্রোফোনের জন্য। আপনার যখন কথা বলার প্রয়োজন হবে তখন অবশ্যই মাইক্রোফোন অন করে নিতে হবে। আবার যখন আপনার কথা বলার প্রয়োজন নেই তখন মাইক্রোফোনটি অফ করে দিবেন।
  2. দুই নম্বর অপশন টি হল ভিডিওর জন্য। আপনি চাইলে সবার সাথে ভিডিওতে যুক্ত হতে পারেন। যখন ভিডিওতে যুক্ত হওয়ার প্রয়োজন হবে, তখন ভিডিওর এই অপশনটা অন করে নিবেন।
  3. তিন নম্বর অপশনটি হল গ্রুপ ত্যাগ করার জন্য। আপনি যখন কথা বলতে চাইবেন না, তখন এই অপশনের মাধ্যমে গ্রুপ থেকে বিদায় নিতে পারবেন।
  4. চার নম্বর অপশন টি হল কতজন পার্টিসিপেন্ট আছেন তা দেখার জন্য। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url